দ্বিতীয় বিবাহের প্রত্যয়ন পত্র। Second Weding Prottoyon Potro
দ্বিতীয় বিবাহের প্রত্যয়ন পত্র টি সাধারনত যারা দ্বিতীয় বিবাহ করে তাদের দেওয়া হয় এই প্রত্যয়ন পত্রটি মামলা বা অন্য কাজে লাগতে পারে অনেক সময় বিবাহের কাবিন নামা না থাকলে যদি চেয়ারম্যান বা মেয়র অথবা মেম্বার টি বিষয়টি সম্পর্কে অবগত থাকে তখন এই মর্মে একটি প্রত্যয়ন পত্র ইস্যু করা হয় । বিবাহ সংক্রান্ত প্রত্যয়ন পত্র সকল ইউনিয়ন পরিষদ বা পৌরসভা তদন্ত না করে সরাসরি প্রদান করে না ।
![]() |
দ্বিতীয় বিবাহের প্রত্যয়ন পত্র। Second Weding Prottoyon Potro |
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করছি যে, মোছাঃ বেগম, স্বামীঃ মোঃ আলী মন্ডল, সাং- হরিদাগাছি, ডাকঘর- কেশরহাট, উপজেলাঃ-মোহনপুর, জেলা- রাজশাহী। আমার জানামতে তাহার মোঃ আলী মন্ডল এর সহিত প্রথম বিবাহ সম্মপন্ন হয় কিন্তু বিবাহের পর মোঃ আলী মন্ডল এর নিকট হইতে তালাক প্রাপ্ত হইয়া মোঃ উদ্দিন, পিতা- মৃতঃ উজাল উদ্দিন, সাং- বিরহী, পোঃ জাহানাবাদ, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী এর সহিত তাহার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয় ইহা আমার জানামতে সত্য।
আমি তাহাদের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করছি।
স্বাক্ষর-
(মোঃ এমাজ উদ্দিন খাঁন)
চেয়ারম্যান
৬ নং জাহানাবাদ ইউ.পি
মোহনপুর, রাজশাহী।
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url