একই ব্যক্তি প্রত্যয়ন পত্র
দুই নাম একই ব্যক্তি প্রত্যয়ন
![]() |
বিসমিল্লাহির রাহমানির রাহিম
০৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ মোহনপুর, জেলা- রাজশাহী।
স্বারক নং- তারিখ-......../...../......
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোছাঃ ছপরা খাতুন, পিতা/স্বামী- মৃতঃ জোনাব মন্ডল, সাং- ................, পোঃ ................, উপজেলাঃ ................, জেলাঃ রাজশাহী। সে অত্র ০৬ নং ................... ইউনিয়ন পরিষদের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্ম সুত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে ভুলবশতঃ তাহার নাম কোথাও ছপরা খাতুন আবার কোথাও ছপুজান বিবি নামে লিপি বদ্ধ আছে প্রকৃত পক্ষে ছপরা খাতুন ওরফে ছপুজান বিবি একই ব্যক্তি ইহা সত্য।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।
স্বাক্ষর-
খুব প্রয়োজনীয় প্রত্যয়ন পত্র
একই নামের পএয়ন অনলানে আবেদন করে কি ডাওনলোড করতে পারবো
শ্বাখরের জায়গায় কে শ্বাখর করবে
চেয়ারম্যান/ মেয়র স্বাক্ষর করবে..