নতুন ভোটার হতে কি কি কাগজ পত্রাদি প্রয়োজন? What documents are required to become a new voter?
নতুন ভোটার হওয়ার নতুন নিয়ম
বাংলাদেশের সকল নাগরিকদের জন্য পরিচয় সনদ হচ্ছে ভোটার কার্ড যাকে জাতীয় পরিচয় পত্র বা সংক্ষেপে এনআইডি বলা হয়। দেশের ভিতর এটি পরিচয় প্রমাণের প্রধান মাধ্যম। আঠার বছর পূর্ণ হলে ভোটার আইডি করা সবার জন্য বাধ্যতা মূলক করা হয়েছে আইনে। তাই নিজেকে ভোটারে অন্তর্ভুক্ত করা আবশ্যক কর্তব্য। বাংলাদেশ নির্বাচন কমিশন এ কার্ড প্রদানসহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। নতুন ভোটার কিভাবে হবেন কিংবা ভোটার হতে কি কি লাগে বা NID পেতে প্রক্রিয়া কি তা নিয়ে আজকের পোস্টটি সাজানো হয়েছে।
নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে?
নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে যে সকল কাগজপত্র জমা দিতে হয় তা নিচে দেওয়া হলো-
· জর্ম্ম সনদের ফটোকপি
· পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
· চেয়ারম্যান কর্তৃক প্রত্যায়ন পত্র
· শিক্ষিত হলে এসএসসি সনদসহ শিক্ষাগত সনদের সত্যায়িত
ফটোকপি
· রক্তের গ্রুপ পরীক্ষা করা হলে তার ফটোকপি
· বিদ্যুৎ বিল (প্রযোজ্য ক্ষেত্রে)
· জমির কাগজ (প্রযোজ্য ক্ষেত্রে)
· ভোটার হই নাই মর্মে অঙ্গিকার নামা
· বাড়ির টেক্স পরিশোধীত রশিদের ফটোকপি
. বিবাহিত হলে স্বামী/স্ত্রী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও
বিবাহিত সনদ পত্রের ফটোকপি
. নাগরিক সনদ
ভোটার হওয়া প্রক্রিয়া:
যে কোন সময় অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন। নিজেকে ভোটার নিবন্ধন করার জন্য অনলাইনে আবেদন করার পর আবেদন কপি প্রিন্ট করে নিন।
অনলাইনে আবেদন কারার পরবর্তী কার্যক্রম হল:
আবেদন পত্রের ৩৫ নং ক্রমিকে ইউপি সদস্য/ওয়ার্ড কাউন্সিলর এর সিল ও স্বাক্ষর, ৩৭ ক্রমিকে পরিবারের সদস্যের স্বাক্ষর এবং ৪০,৪১ ও ৪২ নং ক্রমিকে চেয়ারম্যান/মেয়র এর নাম, জাতীয় পরিচয় পত্র নং উল্লেখ পূর্ব ক সীল এবং স্বাক্ষরীত করার পর আপনার উপজেলার নির্বাচন অফিসে নিয়ে জমা দিতে হবে।
উপজেলা নির্বাচন অফিসের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পাদন করতে হবে।
২০২৪ সালে নতুন ভোটার হতে
আপনি যদি বাংলাদেশের নাগরিক হন আর আপনার বয়স যদি ১৬ বছর হয় তাহলে আপনি এই ঠিকানায় গিয়ে নতুন ভোটার নিবন্ধন করতে এখানে ক্লিক করুন অনলাইনে আবেদন করে আপনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ১৮ বছরের আগেই হাতে পাবেন NID Card।
ভোটার আইডি কার্ড নিবন্ধন করতে কি কি ডকুমেন্টস ও কাগজপত্র প্রয়োজন তা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। বর্তমান নিয়ম অনুসারে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই অনলাইনে New Voter Registration করা যায় এবং NID Card ও হাতে পাবেন।
তবে ভোটার তালিকায় নাম আসবে ১৮ পূর্ণ হবার পর। অর্থাৎ আপনার বয়স যখনই ১৮ বছর হবে তখন ভোট দিতে পারবেন।
প্রাথমিক পর্যায় সরকারি ভাবেঃ
সরকার প্রতি বছর বা ২ (দুই) বছর পরপর অথবা ০৩ ( তিন) বছর পর নতুন ভোটার করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কয়েকটি পর্যায়ে ভাগ করে উপজেলা ভিত্তিক ভোটার নিবন্ধন ফরম-২ পুরন তথ্য সংগ্রহ করে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে।
জন্ম নিবন্ধন সনদঃ
এস.এস.সি বা সমমানের পরীক্ষা পাসের সনদঃ
ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপিঃ -
প্রত্যয়ন পত্রঃ
অঙ্গীকারনামা-
যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে এসে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে অঙ্গীকারনামা প্রযোজ্য। যারা বিভিন্ন সমস্যার কারণে অনেক আগেই জাতীয় পরিচয় পত্র আবেদন করার জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও আবেদন করেনি তারা এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গীকারনামা জমা দিতে হবে।
এই অঙ্গীকার নামে স্পষ্ট উল্লেখ থাকে যে আবেদনকারী পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদি করে থাকে তাহলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তার কোন আপত্তি থাকবে না।
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url