এনআইডি কার্ডে রক্তের গ্রুপ অন্তর্ভূক্ত বা সংশোধনের জন্য কি করতে হয়? What to do for inclusion or correction of blood group in NID card?

জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডে রক্তের গ্রুপ যাদের অন্তর্ভুক্ত করা নাই বা রক্তের গ্রুপ ভুল হয়েছে তাদের রক্তের গ্রুপ সংশোধন করতে বা অন্তর্ভুক্ত করতে আপনি নিজেই মোবাইল ফোন দিয়ে আবেদন করে সংশোধন করতে পারবেন এ জন্য আপনাকে নির্বাচন অফিসে যেতে হবেনা। 

 


রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে আপনি যে কোন স্বীকৃতি মেডিকেল, ক্লিনিক বা অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টার হতে রক্ত পরীক্ষাকরে রক্তের গ্রুপ নির্নয় করে সেটা স্ক্যান করে অনলাইনে আবেদন করলে চেঞ্জ হয়ে যাবে অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয়।

 

জাতীয় পরিচয়পত্র সংশোধন এর জন্য সাধারণ ডেলিভারী ফি 230 টাকা
 
অন্যান্য তথ্য সংশোধন এর জন্য সাধারণ ডেলিভারী ফি 115 টাকা
 
জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন এর জন্য সাধারণ ডেলিভারী ফি 345 টাকা
 
রিইস্যু এর জন্য সাধারণ ডেলিভারী ফি 230 টাকা
 

 আবেদন করতে কত টাকা ফিস লাগবে সেটি জানতে এই লিংকে গিয়ে

 https://services.nidw.gov.bd/nid-pub/fees 

আপনার আইডি কার্ড নম্বর এবং কি ধরনের সংশোধন করতে চান সেটা নির্বাচন করলে আপনি জানতে পারবেন আপনার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা ফিস লাগবে। অনলাইনে বিকাশ বা রকেট বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন।

ফিস প্রদান করার পর আপনার আইডি কার্ড এর স্ক্যান কপি, এবং মেডিকেল রিপোর্টের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন সাবমিট করবেন। আবেদন টি অনুমোদিত হলে আপনার মোবাইলে এস,এম, এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনি অনলাইন থেকে সংশোধিত কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url