অভিভাবকের অনুমতি পত্র বা অভিভাবকের সম্মতিপত্র।
অভিভাবকের অনুমতি/সম্মতিপত্র পত্র
আমি এই মর্মে সনদ প্রদান করিতেছি যে, মোঃ আরিয়ান আহমেদ রিহান, পিতা- সোহাগ আহমেদ, মাতা- মোছাঃ রোকসানা খাতুন, গ্রামঃ দোরাজপাড়া, ডাকঘরঃ জাহানাবাদ, উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী। সে অত্র ০৬ নং জাহানাবাদ ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্ম সুত্রে বাংলাদেশের নাগরিক।
সে আমার ১ম পুত্র সন্তান সে সাহসিকতা ও মনোবলে বলিয়ান হেতু , বাংলাদেশ .................................................. বাহিনীতে যোগ দিয়া দেশ রক্ষার কাজে আত্ম নিয়োগ করার জন্য আমি সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে অনুমতি/সম্মতি প্রদান করিলাম।
সে আমার ১ম পুত্র সন্তান সে সাহসিকতা ও মনোবলে বলিয়ান হেতু , বাংলাদেশ .................................................. বাহিনীতে যোগ দিয়া দেশ রক্ষার কাজে আত্ম নিয়োগ করার জন্য আমি সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে অনুমতি/সম্মতি প্রদান করিলাম।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করিতেছি।
সত্যায়িত অভিভাবকের স্বাক্ষর-
চেয়ারম্যান
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url