বাৎসরিক বা বার্ষিক আয়ের সনদ পত্র। Annual income certificate
বাৎসরিক বা বার্ষিক আয়ের সনদ পত্র কি এবং কি কি কাজে লাগে?
বাৎসরিক আয়ের সনদ বা বার্ষিক আয়ের সনদ বলতে যেই সনদ টাকে বুঝায় সেটা হলো একজন মানুষ বছরে কি পরিমান অর্থ উপার্জন করে বা ক্ষমতা রাখে এমন সনদ কে বাৎসরিক আয়ের সনদ বলা হয়। এই সনদ সাধারণত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা উপবৃত্তি প্রদানে অথবা এমন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে নিয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, এবং বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠান শিক্ষা উপবৃত্তি প্রদানে সাধারণত পিতা/মাতা/ বা অভিভাবকের বাৎসারিক আয়ের সনদ নেই । এছাড়াও অন্য যে কোন প্রতিষ্ঠান ব্যক্তির আর্থিক সামর্থ্য যাচাই বা অনুদান প্রদান করার জন্য সেই ব্যক্তির বাৎসরিক বা বার্ষিক আয়ের সনদ পত্র নিয়ে থাকে।
এই সনদ পত্র দুই ভাবে লেখা হয় ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পিতা/মাতা/ বা অভিভাবকের বাৎসারিক আয়ের সনদ এবং সাধারণ নাগরিকের নিজ নামে প্রদান করা হয়। এই সনদ সাধারণত ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন/পৌরসভা/অথবা কাউন্সিল অফিস হতে প্রদান করা হয় এতে স্বাক্ষর প্রদান করে সিটি সিটি কর্পোরেশন মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার বা কাউন্সিলর রা।
নিম্নে বাৎসরিক বা বার্ষিক আয়ের সনদ পত্রের নমুনা কপি দেওয়া হইল।
(মোঃ হযরত আলী)
চেয়ারম্যান
৬ নং জাহানাবাদ ইউ.পি
মোহনপুর, রাজশাহী।
সোহাগ ইনফোটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url